মুফতি মানসুর আহমদ সাকী জনগণের আস্থার ঠিকানা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ- প্রশিক্ষণ সম্পাদক, যুবসমাজের বৃহত্তর সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল। তিনি জামিআতুস সাহাবা মাদরাসা ঢাকা থেকে দাওরা (মাস্টার্স) সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে জড়িত হন। তিনি ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ছিলেন। তাঁর নিজ জেলা চাঁদপুর। তিনি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব দক্ষিণ -উত্তর) আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ প্রত্যাশী।
পিতা: দেশবরেণ্য আলম মাওলানা মুহাম্মাদ ফজলুর রহমান পীর সাহেব বাগিচাপুর (রহ.), তিনি মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ এর খলিফা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিষ্ঠাতা ও মুহতামিম: জামিআ কোরআনীয়া ফজলুল উলুম মতলব মাদরাসা, প্রাক্তন প্রধান শিক্ষক, জামিআ ইসলামিয়া ফজলুল উলুম ওয়ারলেস চাঁদপুর,জামিআ কাসেমুল উলুম ঢাকা, সাবেক সেক্রেটারি, মনিগাঁও মাদরাসার মতলব দক্ষিণ, চাঁদপুর।
মাতা: মমতাজ বেগম।
শিক্ষা জীবন: প্রাথমিক পড়াশোনা মনিগাঁও মাদরাসা ও ওয়ারলেস বাজার মাদরাসা চাঁদপুর থেকে। অতঃপর (দাওরা) জামিআতুস সাহাবা মাদরাসা থেকে, (ইফতা) জামিআ রশীদিয়া ঢাকা থেকে সম্পন্ন করেন।
কর্মজীবন: মাদরাসায় শিক্ষাগতার পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, জামিয়া ইবরাহীমীয়া কারীমীয়া উত্তরা,তানযীমুল মিল্লাত আল ইসলামিয়া ঢাকা। পরিচালনা করেন তারতিলুল কোরআন মাদরাসা গাজীপুর,রহমানীয়া দারুল উলুম মাদরসা মতলব দক্ষিণ, জামিয়া কোরআনীয়া ফজলুল উলুম মতলব দক্ষিণ।
পারিবারিক জীবন: স্ত্রী আলেমা রাফিয়া আহমদ, তিন মেয়ের জনক।
সংক্ষিপ্ত রাজনৈতিক জীবন: সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর (২০০৮-২০১১), বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী জেনারেল হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।
সামাজিক কার্যক্রম: সভাপতি, আর্দশ যুব সংঘ, মতলব দক্ষিণ চাঁদপুর, ঢাকাস্থ চাঁদপুর ফোরাম, মাওলানা ফজলুর রহমান রহ ফাউন্ডেশন,আহবায়ক,জাতীয় নাগরিক মঞ্চ।
সাংবাদিকতা ও লেখালেখি:
সম্পাদক, টাইমস বিডি ২৪, মাসিক আল ফজল,
ব্যবস্থাপনা সম্পাদক, বিডি সমাচার ২৪।



