দোহারে জমা- জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে হামলা চেষ্টা ও মেরে ফেলার হুমকি প্রদান
নিজস্ব প্রতিবেদক : ঢাকার
দোহারে জমা- জমি সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে বসত বাড়ীতে হামলা ও মেরে ফেলার হুমকি প্রদান করা হয়ছে।
গত ১৭ ই জুন মঙ্গলবার রাতে কুসুমহাটি ইউনিয়নের আরিতার বাসীন্দা রুহুল আমিনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় বাসিন্দা নুরুল হুদার স্ত্রী রোকেয়া বেগমের সাথে রুহুল আমিনের জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিলো।
এ নিয়ে আদালতে একটি মামলা ও চলমান রয়েছে।
এরই জের ধরে ১৭ ই জুন একদল সন্ত্রাসী নিয়ে রুহুল আমিনের বাড়ীতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চেষ্টা করেন রোকেয়া বেগমের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন রুহুল আমিন ।
অভিযোগপত্রে দেখা যায়, আশিক পিতা হাসান, হাসান পিতা নয়ন শেখ, রফিক পিতা অজ্ঞাত, ইয়াসমিন পিতা ফজলুর রহমান, রোকেয়া বেগম স্বামী নুরুল হুদা সহ অজ্ঞাত ৭/৮ জনের একটি দল রাত ১০.৩০ মিনিটের দিকে আমার বাড়ীতে এসে হামলা চেষ্টা করেন এবং আমাকে জানে মারার হুমকি দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত রোকেয়া বেগমের সাথে বার বার ফোনে যোগাযোগ করে হলে ও তিনি ফোন রিসিভ করেন নি।
ঘটনা স্থলে থাকা দোহার উপজেলা ছাত্র দলের সভাপতি সেলিম উসমান বলেন, ” আমরা এক অসহায় মহিলার ফোন পেয়ে তাকে সহযোগিতা করার জন্য আসছিলাম। তবে বাড়ীর মালিক কে বারবার ডাকা হলেও গেইট খুলেন নি তাই আমরা ওখানে কিছুক্ষন থেকেই চলে আসছি। আমরা কোন হামলার উদ্যেশ্যে যায় নি সেখানে।
এ বিষয়ে জানতে চাইলে দোহার থানার এস আই মো.সাদেক হোসেন জানান , “এ বিষয়ে আমি কিছু ই জানি না “