Google search engine
Homeরাজনীতিদীর্ঘ ৫ মাস ধরে ঢামেকের হিমাগারে পড়ে ছিলো হ'তভাগা এই ৬ শ'হিদের...

দীর্ঘ ৫ মাস ধরে ঢামেকের হিমাগারে পড়ে ছিলো হ’তভাগা এই ৬ শ’হিদের লা*শ।

প্রেস বিজ্ঞপ্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল, তাদের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অশনাক্তকৃত লাশ আছে বলে জানতে পারে। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় গমন করে এবং শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করে। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে লাশগুলো পরিদর্শন করে।

লাশের প্রাপ্ত তথ্য নিম্নরূপ –
অজ্ঞাতনামা পুরুষ (২০)
অজ্ঞাতনামা পুরুষ (২৫)
অজ্ঞাতনামা পুরুষ (২২)
অজ্ঞাতনামা মহিলা (৩২)
অজ্ঞাতনামা পুরুষ (৩০)
এনামুল (২৫)

লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়েছে ”আঘাত জনিত কারণে মৃত্যু”। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসাবে ”ডিজিস্ট উপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে”।

মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অন্তর্বতীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ লাশগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছে।

উল্লিখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন, তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ নাম্বার : 01621324187

বার্তাপ্রেরক
জাহিদ আহসান
সেল সম্পাদক (দপ্তর সেল)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরো সংবাদ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বশেষ