একজন বীর খালিদের বরই প্রয়োজন
————————————————–
হাফেজ মিরাজ হোসেন মঈন
আজ বরই নির্ভাক হয়ে তাকিয়ে আছে নির্যাতিত মুসলমান, আমাদের ঘুম ভাংবে কখন আমরাই জানিনা।
আমাদের এই বিভোর ঘুম যেদিন ভাংবে হয়তোবা সেদিন সব কিছু শেষ হয়ে যাবে।
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক যুদ্ধ চলমান থাকবে, কিন্তু এমন নির্মমতা যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ বনিতা,কেউ রক্ষা পাচ্ছে না
কখন যে ভোর হয় আর কখন যে সন্ধা নেমে আসে কারো জানা নেই।, প্রিয় মুসলিম তৌহিদী জনতা
আমরা স্ব চোখেই দেখতে পেলাম গাজা উপত্যকায় যে নারকীয় তাণ্ডব ও ভয়াবহ বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে নিথর দেহ গুলো পরে আছে,
শিশু বাচ্চাদের আর্তচিৎকার শোনা যাচ্ছে, তাদের আর্তনাদে ভারী হয়ে উঠছে পৃথিবীর আকাশ ও বাতাস।
তারা যেনো চিৎকার করে বলছে হে আমাদের মালিক আমার স্রস্টা আমার আল্লাহ, আমাদের কে এই অত্যাচারিত নিপিড়ীত জনপদ থেকে আমাদের কে বাচান এবং আমাদের জন্য এমন একজন সাহায্যকারী পাঠান যিনি আমাদের কে এই নরপিশাচ জালিমের হাত থেকে ফিরিয়ে আনবে।
সেই প্রয়োজন থেকেই আজ বরই প্রয়োজন একজন বীর খালিদের।
হে আমার মহান মালিক রাব্বি কারীম আল্লাহ
আপনি নির্যাতিত মাজলুমের সাহায্য কারী,
আপনি একমাত্র অভিভাবক
আপনি কেবল মাত্র এই জালিম ও নরপিশাচ দের কে
ধংস করতে পারেন অথবা হেদায়েত দিতে পারেন