চীনে দশ দিনব্যাপী আন্তর্জাতিক সফরের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত।
আজ ১১ জুন ২০২৫ বুধবার গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ (GDUFS)-এ সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এর ব্যবস্থাপনায় বাংলাদেশের তরুণ প্রতিনিধিদলের চীনে দশ দিনব্যাপী আন্তর্জাতিক সফরের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় দেশের শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের তরুণ প্রতিনিধিদের উপস্থিতিতে বক্তব্য, পরিচিতি, পতাকা প্রদান এবং বিশেষ লেকচারের মাধ্যমে এক আন্তঃসাংস্কৃতিক বন্ধনের সূচনা হয়।
অনুষ্ঠানের পরিচিতি পর্বে আন্তর্জাতিক ডেলিগেটদের সামনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পরিচয় তুলে ধরি। আমি তুলে ধরি-বাংলাদেশে আদর্শিক ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির সংগ্রামী যাত্রা এবং এ পথচলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাবেক আমীর ও ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ.-এর অনন্য অবদান।
সেইসাথে উল্লেখ করি, সারাদেশের ক্যাম্পাস, জেলা, থানা ও পাড়া-মহল্লা পর্যায়ে সংগঠনের বিস্তৃতি এবং দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, উন্নত চরিত্র গঠন ও আদর্শিক নেতৃত্ব তৈরির লক্ষ্যে আমাদের ধারাবাহিক ও সুদীর্ঘ সংগ্রাম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র একটি ছাত্রসংগঠন নয়, বরং এটি শুদ্ধ চিন্তার ধারক-যা একটি ন্যায্য, নৈতিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মনিবেদিত।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ-এর প্রেসিডেন্ট ইয়ান শিংবিন, ভাইস প্রেসিডেন্ট শেন মিংহাও, ডেভেলপমেন্ট প্ল্যানিং অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট-এর পরিচালক চেন পিং, সাংহাই অ্যাকাডেমি অব এডুকেশনাল সায়েন্সেস-এর গবেষক দু ইউইয়াং এবং সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর গবেষক লিউ শুয়ানজিংসহ চাইনিজ প্রতিনিধিগণ।
বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্রুপ লিডার মো. রাকিবুল হক, সহকারী অধ্যাপক এম. আলী সিদ্দিকী, জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ. এ. এম. ইয়াহিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তাওসিফ এহসান ও মেহনাজ সাদিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর যুগ্ম সম্পাদক মো. রাসেল মিয়া, চায়না মিডিয়া গ্রুপ-এর ফিচার এডিটর ফয়সাল মো. আবদুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য দালোয়ার হাসান, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর উত্তরাঞ্চলীয় যুগ্ম প্রধান সংগঠক মো. আসাদুল্লাহ আল গালিব, ডেইলি স্টার-এর প্রতিবেদক মো. আব্বাস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল করিম ও সাজ্জাদুল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এডিটিং অ্যাসোসিয়েট মো. নাসিমুল হুদা, বিআইআইএসএস-এর গবেষণা কর্মকর্তা নুর আহমেদ, সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট প্রীতিলতা খন্দকার হক, দ্য ডেইলি ক্যাম্পাস-এর সহ-প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম, সবুজ খাম-এর সহ-প্রতিষ্ঠাতা প্রমি দেওয়ান, বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্ট কাউন্সিল-এর যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম এবং সাইনো-বাংলা ইমপ্যাক্ট-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. সাইব।



